দু’দিন ব্যাপি “Financing RMG Sector” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার আয়োজিত দু’দিন ব্যাপি Financing RMG Sector শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২৪.০২.২০১৯ তারিখে শেষ হয়েছে। বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Exim ব্যাংকের পরিচালক ও বিএবি’র ট্রেনিং কমিটির সদস্য-সচিব এ কে এম নুরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করেন রেড ক্রিসেন্ট স্যোসাইটির চেয়ারম্যান, পূবালী ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এবং বিএবি র ট্রেনিং কমিটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের পরিচালক এ এস এম মাইনুদ্দিন মোনেম। এসময় আরো উপস্থিত ছিলেন বিএবি’র সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুর রহমান সরকার, সহকারী সচিব রফিকুল ইসলাম, আরটিসি’র সহকারী পরিচালক মিসেস রুদাবা এস. রহমান সহ বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত কর্মশালায় বিভিন্ন বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top